চুয়াডাঙ্গায় টানা শৈত্য প্রবাহে বিপর্যস্ত জনজীবন

0
চুয়াডাঙ্গায় টানা শৈত্য প্রবাহে বিপর্যস্ত জনজীবন

তীব্র শীতে জবুথবু হয়ে পড়েছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা। টানা সাত দিন ধরে জেলার ওপর দিয়ে শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। রবিবার সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ আরও দু’একদিন অব্যাহত থাকতে পারে।

টানা শৈত্য প্রবাহে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন জেলার খেটে খাওয়া শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ। শীতের কারণে ব্যাহত হচ্ছে দৈনন্দিন কাজকর্ম।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন জানান, জেলার চারটি উপজেলায় শীতার্ত মানুষের মাঝে ১৭ হাজার ৬৪৬টি কম্বল বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি ১৭ লাখ টাকা নগদ অর্থ সহায়তাও এসেছে। সে টাকা দিয়েও শীতার্ত মানুষের জন্য শীতবস্ত্র ক্রয় করে বিতরণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here