চুয়াডাঙ্গায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

0

‘বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ, বিনামূল্যে আইন সেবার দ্বার উন্মোচন’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

শুক্রবার সকাল সাড়ে ৮টায় চুয়াডাঙ্গা জেলা জজ কার্যালয়ের সামনে থেকে র‌্যালি বের হয়। শহরের শহিদ হাসান চত্বর ঘুরে র‌্যালিটি শেষ হয় জেলা আইনজীবী সমিতি কার্যালয়ে। পরে আইনজীবী সমিতির ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুসরাত জেরিন, জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সেলিম উদ্দিন খান, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সাগর, পাবলিক প্রসিকিউটর বেলাল হোসেন, চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here