চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে কুপ্রস্তাব ও যৌন নিপীড়নের অভিযোগে ওই বিদ্যালয়ের শিক্ষক শাকিল আরাফাতের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা ১১টার দিকে শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করা হয়।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি এবং জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি পেশ করে শিক্ষার্থীরা। এ ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তারকে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক শাকিল আরাফাত ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ফরাসপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি শহরের শেখপাড়ায় বসবাস করেন এবং ওই বাড়িতেই ৩০-৪০ জন ছাত্রীকে প্রাইভেট পড়ান। সম্প্রতি ভুক্তভোগী ছাত্রীকে কুপ্রস্তাব দেন শিক্ষক শাকিল আরাফাত। প্রস্তাবে রাজি না হলে পরীক্ষায় ফেল করানোর হুমকি দেন। তাতেও ছাত্রী রাজি না হওয়ায় একপর্যায়ে জাপটে ধরে শ্লীলতাহানি করেন। বিষয়টি সহপাঠীসহ অভিভাবককে জানালে সোমবার সন্ধ্যায় সদর থানায় মামলা দায়ের করেন তার অভিভাবক। পরে পুলিশ তাকে গ্রেফতার করে।