চুয়াডাঙ্গায় চার কোটি টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

0

চুয়াডাঙ্গার সুলতানপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় তিন কেজি স্বর্ণের বারসহ আফসার আলী (২৮) নামের এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। জব্দ করা স্বর্ণের আনুমানিক মূল্য তিন কোটি ৭৮ লক্ষ ১৬ হাজার ২০০ টাকা। 

পাচারকারীর শরীর তল্লাশী করে ১৬টি স্বর্ণেরবার ও ১৪ স্বর্ণের ছোট টুকরো জব্দ করা হয়েছে। আটক আফসার আলী দামুড়হুদা উপজেলার দর্শনা থানার ঝাঁঝাডাঙ্গা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। 

বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, অবৈধভাবে স্বর্ণের একটি চালান চুয়াডাঙ্গার সুলতানপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচার হতে পারে, এমন তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের বিশেষ টহলদল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে অভিযান পরিচালনা করে। এ সময় সুলতানপুর সীমান্তের মেইন পিলার ৭৭/৬-আর হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ছয়ঘড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পাকা রাস্তার পাশে ওঁৎ পেতে থাকে বিজিবি সদস্যরা। কিছুক্ষণ পর এক ব্যক্তিকে মোটরসাইকেলে সীমান্তের দিকে যেতে দেখলে বিজিবি সদস্যরা তাকে আটক করে। পরে আটক আফসার আলীর কোমরে পরিহিত একটি লাল কাপড়ের বেল্ট এর মধ্যে কৌশলে লুকিয়ে রাখা ১৬টি স্বর্ণেরবার ও ১৪ স্বর্ণের টুকরো (৩ কেজি ০৬ গ্রাম) উদ্ধার করে। 

বিজিবি অধিনায়ক আরো জানান, জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য তিন কোটি ৭৮ লক্ষ ১৬ হাজার ২০০ টাকা। এ বিষয়ে দর্শনা থানায় একটি  মামলা দায়ের করা হয়েছে। এছাড়া  জব্দকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here