চুয়াডাঙ্গায় ২০২৩-২৪ অর্থবছরে রবি প্রণোদনা হিসেবে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিভাস চন্দ্র সাহার সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভুইয়া। সদর উপজেলা কৃষি কর্মকর্তা আফরিন বিনতে আজিজের সঞ্চালনায় অনুষ্ঠান অতিথি ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাসুদুর রহমান ও সাহাজাদী মিলি।