স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট লুইস রুবিয়ালেসের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের প্রক্রিয়া শুরু করলো ফিফা।
গত রবিবার মেয়েদের বিশ্বকাপ ফুটবল ফাইনালে ইংলিশদের হারিয়ে বিশ্বকাপে জয় করে স্পেন। তারপর পুরস্কারবিতরণ অনুষ্ঠানে রুবিয়ালেস জোর করে স্প্যানিশ ফুটবলার জেনি এরমোসোকে চুমু খান। এরপরই এই চুম্বনকাণ্ড নিয়ে প্রচুর হইচই হচ্ছে।
১৩ নম্বর অনুচ্ছেদে প্লেয়ার ও কর্মকর্তারা যদি সুব্যবহার না করেন, তাহলে কী ব্যবস্থা নেয়া হবে তা বলা হয়েছে। সেখানে বলা হয়েছে, কোনো প্লেয়ার বা কর্মকর্তা এমন কোনো ব্যবহার করতে পারবেন না, যা ওই খেলাকে বদনাম করে। তারা ভালো ব্যবহার না করলে কী হবে তানিয়েও আলোচনা করা হয়েছে।
ঘটনাটা ঘটেছিল পুরস্কার দেয়ার মঞ্চে। সেখানে ফিফা প্রেসিডেন্ট, স্পেনের রানি ও রুবিয়ালেস ছিলেন। তার আগে রুবিয়ালেস স্টেডিয়ামে বসে ম্যাচ দেখেছেন।
তবে ফিফার শৃঙ্খলারক্ষা কমিটি কবে তাদের সিদ্ধান্ত জানাবে তা জানা যায়নি।
গত বুধবারই এরমোসো একটি বিবৃতি দিয়েছেন। তাতে তিনি রুবিয়ালেসের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছিলেন।
এদিকে, গণমাধ্যমের খবর লুইস রুবিয়ালেস পদত্যাগ করার পরিকল্পনা করেছেন।