সেই চুমুকাণ্ডের জেরে অবশেষে পদত্যাগ করলেন স্প্যানিশ ফুটল ফেডারেশনের সভাপতি লুইস রুবিয়ালেস। নারী বিশ্বকাপ জয়েরে পর স্পেনের উদযাপনের সময় দলটির ফরোয়ার্ড জেনি হেরমোসোকে চুমু দিয়েছিরেন রুবিয়ালেস।
গত মঙ্গলবার রুবিয়ালেসের বিরুদ্ধে আইনিভাবে অভিযোগ করেন জেনি।
ইউয়েফার ভাইস প্রেসিডেন্টের পদ থেকেও পদত্যাগ করেছেন ৪৬ বছর বয়সী রুবিয়ালেস।
সূত্র: বিবিসি