চুন্নুর প্রার্থিতা বাতিলে নৌকার প্রার্থীর আপিল খারিজ

0

কিশোরগঞ্জ-৩ আসনে জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল চেয়ে নৌকার প্রার্থী নাসিরুল ইসলাম খানের দায়ের করা আপিল খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। এতে করে তিনি মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেয়েছেন।

বুধবার নির্বাচন ভবনে শুনানি শেষে এ রায় দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন।

এর আগে মনোনয়নপত্র জমা শেষে বাছাইয়ে এ আসনে জাতীয় পার্টির মহাসচিবের মনোনয়নপত্র বৈধ ও নাসিরুলের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। ফৌজদারি মামলা থেকে অব্যাহতির কাগজ দেখাতে না পারায় এ সিদ্ধান্ত নিয়েছিল ইসি।

নাসিরুল ইসলাম খান অভিযোগ করেন, রুপালী ব্যাংক পুরানা পল্টন, কর্পোরেট শাখা থেকে ৫,৭০,০০,০০০ টাকা ঋণের বিপরীতে গ্যারান্টার মো. মজিবুল হক দীর্ঘদিন ঋণ খেলাপি হিসেবে আছেন। অতএব তিনি কীভাবে এমপি মনোয়ন এর জন্য আবেদন করতে পারেন। তার মনোনয়ন আইন মোতাবেক বাতিল যোগ্য।

তিনি বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্ট গোপন করে মনোনয়নের জন্য কাগজপত্র দাখিল করেছেন। জরুরি ভিত্তিতে তদন্ত হওয়া দরকার। তবে কমিশন এ অভিযোগ শুনানি করে আবেদনটি নামঞ্জুর করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here