হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় প্রতিপক্ষের এলোপাথাড়ি ছুরিকাঘাতে আহত সঞ্জু মাল (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। নিহত সঞ্জু মাল উপজেলার আহমদাবাদ ইউনিয়নের চিমটিবিল গ্রামের বাসিন্দা।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় জানান, মৃত্যুর বিষয়টি আমরা মৌখিকভাবে জেনেছি। তবে কি কারণে এ ঘটনা ঘটেছে সে বিষয়ে তদন্ত চলছে।