নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে স্বেচ্ছায় মুক্তি নিলেও ভারতে অনুষ্ঠেয় আগামী বিশ্বকাপে কিউইদের জার্সিতে আবারও দেখা যেতে পারে ট্রেন্ট বোল্টকে। অভিজ্ঞ এই বাঁহাতি পেসারকে দলে নেওয়া হবে বলে জানিয়ে রাখলেন নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টেড।
পরিবারকে বেশি সময় দেওয়ার জন্য গত অগাস্টে নিউজিল্যান্ডের চুক্তি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা জানান বোল্ট। তার সিদ্ধান্তের পেছনে আরেকটি কারণ ছিল বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে নির্বিঘ্নে খেলতে পারা। গত নভেম্বরের পর জাতীয় দলের জার্সিতে আর দেখা যায়নি ৩৩ বছর বয়সী পেসারকে। নিউজিল্যান্ডের ২০২৩-২৪ মৌসুমের চুক্তির প্রস্তাব যাদের দেওয়া হয়েছে, সেই তালিকা প্রকাশ করা হয় বৃহস্পতিবার। অনুমিতভাবেই সেখানে নেই বোল্ট।
‘সে ইঙ্গিত দিয়েছে যে বিশ্বকাপে তাকে পাওয়া যাবে। ওয়ানডেতে সে বিশ্বের সেরা বোলারদের একজন। কাজেই ইনজুরি না হলে, আমাদের বিশ্বকাপ দলে তার জায়গা পাওয়ার সম্ভাবনা প্রবল।’
২০১৫ বিশ্বকাপে ৯ ম্যাচে ২২ উইকেট নিয়ে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন বোল্ট। ২০১৯ আসরে নিয়েছিলেন ১০ ম্যাচে ১৭ উইকেট। বিশ্বকাপে তো বটেই, এমনকি মাঝেমধ্যে টেস্ট ক্রিকেটেও বোল্টকে দেখা যেতে পারে বলে জানালেন কোচ, ‘আমরা এখনও এটা নিয়ে কাজ করছি… তবে আলোচনা এখনও পর্যন্ত ইতিবাচক।’