রাষ্ট্রীয় সফরে চীন পৌঁছেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনে রুশ আগ্রাসনের সাথে সাথে দু’দেশ কূটনৈতিক সম্পর্ক জোরদার করতে চাইছে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি পোস্টে জানিয়েছে, ল্যাভরভ বেইজিংয়ে অবতরণ করেছেন।
ইউক্রেন সংকট এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিস্থিতির উদ্ধৃতি দিয়ে বিবৃতিতে বলা হয়েছে, “নির্দিষ্ট সংখ্যক জটিল সমস্যার বিষয়ে তারা অভিজ্ঞতা বিনিময় করবেন বলে আশা করা হচ্ছে।”
মন্ত্রণালয় আরও বলেছে, দু’নেতা দ্বি-পক্ষীয় এবং আন্তর্জাতিক সহযোগিতার বিষয় নিয়েও আলোচনা করবেন।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ‘ফ্ল্যাগশিপ বেল্ট অ্যান্ড রোড অবকাঠামো’ উদ্যোগের একটি আন্তর্জাতিক ফোরামের জন্য ল্যাভরভ সর্বশেষ অক্টোবরে বেইজিং সফর করেছিলেন।
চীন নিজেকে ইউক্রেন সংঘাতে একটি নিরপেক্ষ পক্ষ হিসেবে দেখে। কিন্তু গত দু’বছরে দেশটি রাশিয়ার শীর্ষস্থানীয় বাণিজ্য অংশীদার হয়ে উঠেছে এবং যুদ্ধ শেষ করার জন্য একটি রাজনৈতিক সমঝোতার পক্ষে।
পাশ্চাত্যের দেশগুলো ক্রেমলিনের ওপর তারের প্রভাব ব্যবহার করে ইউক্রেনে শান্তি পুনরুদ্ধারে বড় ভূমিকা পালনের জন্য বেইজিংকে নিয়মিত আহ্বান জানায়।