সাত বছরের মধ্যে এই প্রথম আনুষ্ঠানিক বৈঠক করেছেন সৌদি আরব ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী। চীনের রাজধানী বেইজিংয়ে তারা এই বৈঠক করেন।
সৌদির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আল ইখবারিয়ার প্রচারিত ফুটেজে বৃহস্পতিবার দেখা যায়, সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানের সাথে হাসিমুখে হস্তমর্দন করছেন। এরপর তারা বৈঠকে বসেন।
সেই আলাপ এগিয়ে নিতেই রমজান মাসেই সরাসরি সাক্ষাৎ করার কথা জানিয়েছিলেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী।
২০১৬ সালে ইরানের সাথে কূটনৈতিক সম্পর্ক আনুষ্ঠানিকভাবে ছিন্ন করেছিল সৌদি।
সূত্র: আল জাজিরা