চীনে রেস্টুরেন্ট ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩১

0

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইনচুয়ান শহরের একটি বারবিকিউ রেস্টুরেন্ট ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। 

বুধবার দিবাগত রাত ৮টা ৪০ মিনিটের দিকে ওই বিস্ফোরণ ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসের লাইন লিক হয়ে যাওয়ার ফলে বিস্ফোরণটি ঘটেছে। বিস্ফোরণের সাথে সাথেই পুরো রেস্টুরেন্টে আগুন লেগে যায়।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া নিহতের এই সংখ্যা নিশ্চিত করেছে। প্রকাশিত একটি ফুটেজে দেখা গেছে, ঘটনাস্থলেই অন্তত সাতজনের চিকিৎসা চলছে। এছাড়া, আরও কিছু মানুষকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

খবরে বলা হয়েছে, ওই রেস্টুরেন্টে পাইপের মাধ্যমে তরল গ্যাস আসতো। গ্যাস পাইপের ছিদ্র থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। চীনা টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণের মাত্রা এতটাই তীব্র ছিল যে, রেস্টুরেন্টের সামনের রাস্তাতেও কাঁচ এবং ধ্বংসবশেষ ছড়িয়ে রয়েছে। আশপাশের কয়েকটি বাড়িও কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।  মর্মান্তিক এ দুর্ঘটনার জন্য চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শোক প্রকাশ করেছেন। আহতদের সর্বোচ্চ চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। সূত্র: বিবিসি, রয়টার্স

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here