চীনে ভয়াবহ ভূমিধসের ঘটনায় কমপক্ষে ১০টি বাড়ি মাটির নিচে চাপা পড়েছে এবং ৩০ জনেরও বেশি মানুষ নিখোঁজ হয়েছেন। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ২০০ জনকে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি (এএ) এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, গতকাল শনিবার দেশটির দক্ষিণ-পশ্চিম অঞ্চলে ভূমিধসের ঘটনাটি ঘটে।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমের সিচুয়ান প্রদেশের ইবিন শহরের একটি গ্রামে স্থানীয় সময় সকাল ১১টা ৫০ মিনিটে এ ভূমিধসের ঘটনা ঘটে। ভূমিধসের পর কমপক্ষে ৩০ জন নিখোঁজ রয়েছেন।
দুর্যোগ মোকাবিলার জন্য স্থানীয় ভূতাত্ত্বিক দুর্যোগ জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থা দুপুরের পর সর্বোচ্চ স্তরে উন্নীত করা হয়েছে।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দ্রুত এবং সর্বাত্মক উদ্ধার অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন।
এদিকে দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় এক অনলাইন পোস্টে জানিয়েছে, উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে জীবিতদের সন্ধান চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত দুজনকে উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া দুর্যোগ মোকাববিলায় ৩০ মিলিয়ন ইউয়ান (প্রায় ৪.১ মিলিয়ন মার্কিন ডলার) বরাদ্দ করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
সূত্র: বিবিসি, আনাদোলু এজেন্সি