চীনে ভূমিধসে নিখোঁজ ৩০

0

শনিবার চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শিচুয়ান প্রদেশে ভূমিধসের পর ৩০ জনেরও বেশি লোক নিখোঁজ রয়েছে।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভির এক প্রতিবেদনে একথা জানানো হয়েছে।

শনিবার স্থানীয় সময় সকাল ১১:৫০ মিনিটে ইবিন শহরের জিনপিং গ্রামে ভূমিধসের ঘটনা ঘটে। সিসিটিভি জানিয়েছে, “দশটি ঘর মাটি চাপা পড়ে গেছে এবং ৩০ জনেরও বেশি লোক নিখোঁজ রয়েছে।”

এতে আরও বলা হয়েছে, “চীনের রাষ্ট্রপতি শি জিনপিং কর্তৃপক্ষকে ‘নিখোঁজ ব্যক্তিদের অনুসন্ধান ও উদ্ধার, হতাহতের সংখ্যা কমাতে এবং পরবর্তী পরিস্থিতি সঠিকভাবে মোকাবেলা করার জন্য যথাসাধ্য চেষ্টা করা হয়েছে।’  

চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় একটি অনলাইন পোস্টে জানিয়েছে যে দুইজনকে উদ্ধার করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, “জরুরি প্রতিক্রিয়া দলগুলো জীবিতদের সন্ধানে ঘটনাস্থলে অবস্থান করছে।” 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here