চীনে টেসলার স্বয়ংক্রিয় গাড়ি চালনা সফটওয়্যার অনুমোদন পেতে পারে

0
চীনে টেসলার স্বয়ংক্রিয় গাড়ি চালনা সফটওয়্যার অনুমোদন পেতে পারে

টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক জানিয়েছেন, চীনে তাদের ফুল সেলফ-ড্রাইভিং (এফএসডি)  সফটওয়্যার ২০২৬ সালের শুরুতে পূর্ণ অনুমোদন পেতে পারে। বর্তমানে সফটওয়্যারটি চীনে আংশিকভাবে অনুমোদিত।

বৃহস্পতিবার টেসলার বার্ষিক সাধারণ সভায় মাস্ক বলেন, আমরা ইতিমধ্যে আংশিক অনুমোদন পেয়েছি। আশা করছি আগামী ফেব্রুয়ারি বা মার্চ নাগাদ পূর্ণ অনুমোদন পাওয়া যাবে। তবে এ বিষয়ে চীনের শিল্প মন্ত্রণালয় এখনো কোনো মন্তব্য করেনি।

চীন টেসলার অন্যতম বড় বাজার হলেও সাম্প্রতিক বছরগুলোতে সেখানে তাদের শেয়ার উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০২৩ সালের প্রথম প্রান্তিকে যেখানে টেসলার বাজার শেয়ার ছিল ১৫ দশমিক ৪ শতাংশ, চলতি বছরের শেষ প্রান্তিকে তা নেমে এসেছে ৮ শতাংশে। কারণ, স্থানীয় গাড়ি প্রস্তুতকারীরা কম দামে সমমানের ড্রাইভিং অ্যাসিস্ট্যান্স প্রযুক্তি দিচ্ছে, যা গ্রাহকদের আকৃষ্ট করছে।

এফএসডি প্রযুক্তি হলো এমন একটি স্বয়ংক্রিয় চালনা ব্যবস্থা, যা গাড়িকে নিজে নিজে চালাতে সাহায্য করে। তবে চীনে এটি এখনো যুক্তরাষ্ট্রের মতো পূর্ণ সক্ষমতা অর্জন করেনি। উদাহরণস্বরূপ, এটি এখনো স্বয়ংক্রিয়ভাবে গিয়ার পরিবর্তন করতে পারে না—ফলে গাড়িটি এক পার্কিং স্পেস থেকে অন্য স্পেসে সম্পূর্ণ নিজে থেকে যেতে সক্ষম নয়। এছাড়া চীনের স্থানীয় ট্রাফিক চিহ্ন শনাক্ত করতেও সফটওয়্যারটি কিছুটা সমস্যায় পড়ে।

এফএসডি পুরোপুরি চালু না হলেও অনেক চীনা টেসলা মালিক কয়েক বছর আগে প্রায় ৬৪,০০০ ইয়ুয়ান (প্রায় ৯,০০০ ডলার) দিয়ে এই ফিচার কিনেছিলেন। তারা ভেবেছিলেন শিগগিরই এটি সম্পূর্ণভাবে কার্যকর হবে। কিন্তু অনুমোদন না পাওয়ায় তা মালিক ও কোম্পানির মধ্যে অসন্তোষের কারণ হয়ে দাঁড়িয়েছে। টেসলা আশা করছে পূর্ণ অনুমোদন পেলে চীনা বাজারে তাদের বিক্রি ও প্রতিযোগিতা উভয়ই বাড়বে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here