চীনের হুবেই প্রদেশে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। শনিবার সকালে ঝাংজিয়াকু শহরের একটি সবজি মার্কেটে আগুন লেগে এই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভির বরাতে রয়টার্স জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রায় এক ঘণ্টা সময় লাগে।
হুবেই প্রদেশের ঝাংজিয়াকু শহরের কিয়াওক্সি জেলার ওই মার্কেটে স্থানীয় সময় সকাল ৮টা ৪০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মুহূর্তেই বাজারের বড় একটি অংশ ধোঁয়ার কুণ্ডলীতে ঢেকে যায় এবং আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও আগুনের তীব্রতা বেশি হওয়ায় হতাহতের সংখ্যা বাড়ে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, অগ্নিকাণ্ডে ৮ জনের মৃত্যু হয়েছে এবং আহত ১৫ জনকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। এ বিষয়ে বিস্তারিত তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।
সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবো ও স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে দুর্ঘটনার ভিডিও প্রকাশিত হয়েছে, যেখানে দেখা যায় বাজারজুড়ে আগুন ছড়িয়ে পড়েছে। ধোঁয়ার বিশাল কুণ্ডলী আকাশে উঠতে দেখা গেছে। ঘটনাস্থল থেকে উদ্ধারকাজের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে শেয়ার হচ্ছে।
লিগুয়াং সবজি মার্কেটটি ২০১১ সালে চালু করা হয়েছিল। এখানে বিভিন্ন ধরনের পণ্য, যেমন ফলমূল, সামুদ্রিক খাবার এবং ইলেকট্রনিক সামগ্রী বিক্রি করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত ছিল না, যা হতাহতের সংখ্যা বাড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, দুর্ঘটনাস্থলে পরবর্তী সময়ে অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে। হতাহতদের পরিবারকে যথাসম্ভব সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কর্তৃপক্ষ।
বিডিপ্রতিদিন/কবিরুল