চীনের ‘বাইদু’ আনল দুটি নতুন এআই মডেল

0

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বাজারে তীব্র প্রতিযোগিতার মধ্যে নিজেদের অবস্থান শক্ত করতে দুটি নতুন এআই মডেল চালু করেছে চীনের প্রযুক্তি জায়ান্ট বাইদু। নতুন এআই মডেলগুলো তাদের আগের সংস্করণগুলোর তুলনায় আরও শক্তিশালী, দক্ষ এবং উন্নত মাল্টিমোডাল সক্ষমতা সম্পন্ন বলে দাবি করেছে কোম্পানিটি।

বাইদুর নতুন দুটি মডেলের মধ্যে একটি হলো ‘আর্নি এক্স ১’, যা যুক্তিনির্ভর এআই হিসেবে ডিজাইন করা হয়েছে। এটি বিভিন্ন ডিপসিক এআই মডেলের সঙ্গে প্রতিযোগিতা করবে এবং তুলনামূলক কম খরচে উচ্চ কার্যকারিতা দেবে।

বাইদুর দাবি অনুযায়ী, ‘আর্নি এক্স ১’ মডেলটি কেবল অর্ধেক দামে ডিপসিক আর ১ মডেলের সমান কর্মক্ষমতা প্রদান করতে সক্ষম। এটি বোঝা, পরিকল্পনা, প্রতিফলন ও বিবর্তনের মতো কার্যকারিতা সমৃদ্ধ। এটি বাইদুর প্রথম ডিপ থিংকিং মডেল, যেখানে ব্যবহৃত হয়েছে ‘অটোনোমাস টুল’।

অন্যদিকে, বাইদুর সর্বশেষ ‘আর্নি ৪.৫’ মডেলটি মাল্টিমোডাল সক্ষমতা বাড়ানোর দিকে বিশেষ গুরুত্ব দিয়েছে। এটি উন্নত ভাষাগত দক্ষতার মাধ্যমে আরও কার্যকর যোগাযোগ ও বিশ্লেষণ করতে সক্ষম। মডেলটির বোঝার ক্ষমতা, তথ্য উৎপাদন, যুক্তি বিশ্লেষণ এবং স্মৃতিশক্তির কার্যকারিতাও উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে।

মাল্টিমোডাল এআই বলতে বোঝায় এমন একটি সিস্টেম, যা একাধিক ধরনের ইনপুট যেমন টেক্সট, ছবি, ভিডিও এবং অডিও বিশ্লেষণ ও প্রক্রিয়াকরণ করতে পারে।

বাইদুর নতুন মডেলগুলো টেক্সট, অডিও, ভিডিও ও ছবি বিশ্লেষণ করে এবং প্রয়োজনীয় কনটেন্ট রূপান্তর করতে পারে। ফলে এগুলো ব্যবহারকারীদের জন্য আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ ও কার্যকর এআই সমাধান প্রদান করতে পারবে।

‘ইকিউ বা ইমোশনাল কোশেন্ট উচ্চমানের’ থাকায় মডেলটির জন্য বিভিন্ন মিম ও ব্যঙ্গাত্মক কার্টুন বোঝা সহজ বলে দাবি বাইদু’র।

চ্যাটজিপিটি স্টাইলের চ্যাটবট চালুর জন্য চীনের প্রথম দিককার প্রযুক্তি জায়ান্টগুলোর মধ্যে বাইদু একটি বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।

এর আগে, এআই নিয়ে তীব্র প্রতিযোগিতার মধ্যে ওপেনএআইয়ের জিপিটি ৪-এর সঙ্গে তুলনীয় পারফরম্যান্স দাবি করা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল আর্নি বট আনে কোম্পানিটি। তবে জনপ্রিয়তা পেতে এখনও লড়াই করেছে মডেলটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here