মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কের জেরে আইফোনের উৎপাদন চীন থেকে ভারতে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে অ্যাপল। জানা গেছে, যুক্তরাষ্ট্রের বাজারে বিক্রির জন্য বছরে ৬ কোটির বেশি আইফোন ভারত থেকে বানিয়ে আনার পরিকল্পনা করছে অ্যাপল। ২০২৬ সালের শেষ নাগাদ তারা ওই লক্ষ্যে পৌঁছাতে চায়।
সেই লক্ষ্য সামনে রেখে আইফোন প্রস্তুতকারক ফক্সকন ও টাটার সঙ্গে জরুরি আলোচনা চালাচ্ছে অ্যাপল একটি সূত্র জানিয়েছে। তবে এ নিয়ে অ্যাপল, টাটা এবং ফক্সকনের কোনো মন্তব্য পাওয়া যায়নি। এই মুহূর্তে চীন হয়ে যদি আমেরিকায় আইফোন পাঠাতে হয় তাহলে সেক্ষেত্রে তাদের ১৪৫ শতাংশ ট্যারিফ গুনতে হবে। যা ভারতের ক্ষেত্রে মাত্র ২৫ শতাংশ। সুতরাং, সস্তায় আইফোন তৈরির ক্ষেত্রে তাদের নতুন ভরসা ভারতের বাজারই।
এদিকে, বর্তমানে বেশিরভাগ আইফোন তৈরি হয় চীনে। তবে বাণিজ্য ঘাটতি কমানোর কৌশল হিসেবে চীনের ওপরই সবচেয়ে বেশি হারে শুল্ক আরোপ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তাতে চীনে উৎপাদন করে সেই ফোন যুক্তরাষ্ট্রে বিক্রি করতে গেলে দাম অনেক বেড়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।
শুল্কের ওই চাপ এড়াতেই চীন থেকে কারখানা সরিয়ে এশিয়ার অন্যান্য দেশ থেকে যুক্তরাষ্ট্রে আইফোন রপ্তানি করতে তৎপর হয়েছে অ্যাপল। সংশ্লিষ্টরা বলছেন, যুক্তরাষ্ট্রে আইফোনের চাহিদা মেটাতে গেলে অ্যাপলকে এখন ভারতে তাদের উৎপাদন সক্ষমতা বাড়াতে হবে।
অ্যাপল সাম্প্রতিক বছরগুলোয় ভারতে উৎপাদন ক্ষমতা ধীরে ধীরে বাড়িয়েছে। এখানে টাটা ইলেকট্রনিকস ও ফক্সকনের মতো চুক্তিভিত্তিক প্রস্তুতকারকদের সঙ্গে কাজ করছে প্রতিষ্ঠানটি। তবুও এখনো অধিকাংশ আইফোন চীনেই অ্যাসেম্বল করা হয়।
বাজার বিশেষজ্ঞরা বলছেন, স্মার্টফোন তৈরির শেষ ও গুরুত্বপূর্ণ ধাপ হলো অ্যাসেম্বলি। এ পর্যায়ে এসে শত শত যন্ত্রাংশ একত্র করা হয়। আইফোন তৈরির এ ধাপ কিছুটা ভারতে সরানো হলেও, অ্যাপল এখনো এসব যন্ত্রাংশের জন্য চীনা সরবরাহকারীদের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।
সূত্র : খালিজ টাইমস ও ফাইনান্সিয়াল টাইমস।