চীনের পেশাজীবীদের জন্য ভিসা সহজ করলো ভারত

0
চীনের পেশাজীবীদের জন্য ভিসা সহজ করলো ভারত

সম্পর্ক জোরদার করতে চীনা পেশাজীবীদের জন্য ব্যবসায়িক ভিসার প্রক্রিয়া সহজ করছে ভারত। দেশটির দুজন সরকারি কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। বিশ্লেষকদের মতে, এই উদ্যোগকে এশিয়ার দুই পরাশক্তির মধ্যে সম্পর্ক উন্নয়নের বড় পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রযুক্তিবিদদের ঘাটতির কারণে বিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতির দীর্ঘস্থায়ী সমস্যা দূর করতে এই উদ্যোগ সাহায্য করবে। ভারতীয় কর্তৃপক্ষ বলেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পুনরায় চীনের সঙ্গে সম্পর্ক গড়ে তুলছেন। যুক্তরাষ্ট্রের কড়া শুল্ক চাপের মুখে সতর্কতার সঙ্গে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। এখন থেকে চীনের পেশাজীবীদের জন্য ভিসা অনুমোদন দিতে এক মাসের কম সময় লাগবে। 

হিমালয় ঘেঁষা সীমান্তে সেনাদের মধ্যে ২০২০ সালে সংঘর্ষের পর চীনের নাগরিকদের ভারত ভ্রমণ প্রায় বন্ধ ছিল। ব্যবসায়িক ভিসার অনুমোদনের ক্ষেত্রে কঠোর প্রক্রিয়ায় যাচাই-বাছাই করা হতো। এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, এখন ভিসা সংক্রান্ত সব সমস্যার সমাধান হয়েছে। 

নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেন, প্রশাসনিক তথ্য যাচাই-বাছাইয়ের আমলাতান্ত্রিক জটিলতা উঠিয়ে নেওয়া হয়েছে। এখন চার সপ্তাহের মধ্যে ব্যবসায়িক ভিসার প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। তবে প্রতিবেদন তৈরিতে ভারতের পররাষ্ট্র, স্বরাষ্ট্র, বাণিজ্য মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে ইমেইলে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে সাড়া পাওয়া যায়নি। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা ভারতের ইতিবাচক পদক্ষেপ লক্ষ্য করেছে। এটি সাধারণ স্বার্থ বিনিময়কে সহজ করবে।

মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন বলেন, ভারতের সঙ্গে যোগাযোগ ও পরামর্শ অব্যাহত রাখতে চীন প্রস্তুত। লক্ষ্য থাকবে বিনিময় কার্যক্রম ক্রমাগত সহজতর করা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here