চীনের পরমাণু অস্ত্র ব্যবস্থাপনার দায়িত্বে থাকা বাহিনীর দুই শীর্ষ পদে পরিবর্তন এনেছে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রশাসন।
চীনের পিপলস লিবারেশন আর্মির রকেট ফোর্সের প্রধানের দায়িত্বে থাকা জেনারেল লি ইউচাও ও তার সহকারী কয়েক মাস ধরে ‘নিখোঁজ’ রয়েছেন।
গত একদশকে চীনের সামরিক বাহিনীতে এটাই বড় রদবদল বলে দাবি করা হয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে।
এশিয়া সোসাইটি পলিসি ইন্সটিটিউটের পরররাষ্ট্র ও জাতীয় নিরাপত্তা বিষয়ক ফেলো লিলে মরিস বলেছেন, চীন পরমাণু কৌশলে কয়েক দশকের মধ্যে বড় পরিবর্তন আনল।
যদিও চীন জেনারেল লি ও তার সহযোগী লিউ গুয়াংবিন সম্পর্কে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি। তবে সাউথ চায়না মর্নিং পোস্টের রিপোর্টে বলা হয়েছে, ওই দুই ব্যক্তির বিষয়ে দুর্নীতি বিরোধী তদন্ত শুরু হয়েছে।
সূত্র: বিবিসি