চীনের ইলেক্ট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডির একশ’ কোটি ডলার বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখান করেছে ভারত সরকার। হায়দরাবাদ ভিত্তিক মেঘা ইঞ্জিনিয়ারিং এন্ড ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের সাথে অংশীদারিত্বে ভারতে গাড়ি নির্মাণ কারখানা খুলতে চেয়েছিল চীনের কোম্পানিটি।
এই যৌথ উদ্যোগে তেলেঙ্গানায় একটি ইলেক্ট্রিক গাড়ি তৈরির কারখানা খুলতে চেয়েছিল বিওয়াইডি। এ জন্য আট হাজার কোটি রুপির বেশি (১০০ কোটি মার্কিন ডলার) বিনিয়োগ করতে চেয়েছিল চীনের কোম্পানিটি।
যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি বিওয়াইডি। এছাড়া ভারতের কোম্পানি মেঘা ইঞ্জিনিয়ারিং এন্ড ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক তথ্য দেওয়া হয়নি।
সূত্র: লাইভমিন্ট, ইকোনোমিক টাইমস