চীনের পূর্বাঞ্চলে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৫ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরো ৪০ জন। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আগুনের শিখা ও কালো ধোঁয়া ছড়িয়ে পড়ছে। এতে নানজিং শহরের আকাশচুম্বি ভবনটির বেশ কয়েকটি ফ্ল্যাট পুড়ে যায়।
তবে এখনো অগ্নিকাণ্ডের বিস্তারিত কারণ জানা যায়নি।
শনিবার সকালের জরুরি সেবাদাতা প্রতিষ্ঠান জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার বিকাল চারটা ৪০ মিনিটে প্রথমবার অগ্নিকাণ্ডের খবর পায় তারা। এরপর আগুন নিয়ন্ত্রণে আনতে কয়েক ঘণ্টা লেগে যায়।