চীনা শিক্ষার্থীদের ‘হয়রানি’ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান বেইজিংয়ের

0

যুক্তরাষ্ট্রে বৈধভাবে প্রবেশকারী চীনা শিক্ষার্থীদের অযথা ‘হয়রানি’ বন্ধে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারির প্রতি আহ্বান জানিয়েছেন চীনের জননিরাপত্তা মন্ত্রী ওয়াং জিয়াওহং।

সোমবার বেইজিংয়ের রাষ্ট্রীয় গণমাধ্যম একথা জানিয়েছে। 

বেইজিং বারবার অভিযোগ করেছে, বৈধ ভ্রমণ নথিসহ চীনা নাগরিকদের মার্কিন বিমানবন্দরে আক্রমণাত্মক জিজ্ঞাসাবাদ এবং নির্বাসনের শিকার হতে হয়েছে। গত মাসে ওয়াশিংটনে তার দূতাবাস চীনা ভ্রমণকারীদের রাজধানীর ডুলেস বিমানবন্দর এড়াতে অনুরোধ করেছিল।

মায়োরকাসের সাথে তার বৈঠকে ওয়াং মার্কিন যুক্তরাষ্ট্রকে ‘চীনা নাগরিকরা যাতে যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় সদাচরণ এবং পূর্ণ মর্যাদা উপভোগ করেন তা নিশ্চিত করার জন্য’ অনুরোধ জানান।

ওয়াং মায়োরকাসকে মাদকদ্রব্য পরিবহন বা উৎপাদনকারী প্রধান দেশগুলোর তালিকায় চীনকে রাখার মার্কিন সিদ্ধান্তকে ‘সংশোধন’ করার জন্যও চাপ দেন।

মার্কিন কর্মকর্তারা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন, চীন ফেন্টানাইলের ব্যবসায় জড়িত, যা হেরোইনের চেয়ে বহুগুণ বেশি শক্তিশালী এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বছরে ৭০ হাজারেরও বেশি মৃত্যুর জন্য দায়ী।

সূত্র : এএফপি ও ব্যারনস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here