রাশিয়ার কাছ থেকে কেনা জ্বালানি তেলের দাম চীনা মুদ্রার ইউয়ানে পরিশোধ করার পরিকল্পনা নিয়েছে পাকিস্তান বলে জানা গেছে। সরকারি সূত্রের বরাত দিয়ে গতকাল শনিবার স্থানীয় গণমাধ্যম এ খবর দিয়েছে। খবর জিও টিভির।
রাশিয়া থেকে তেলের প্রথম চালান জুন মাসের প্রথম দিকে পাকিস্তানের বন্দরে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রথম কার্গো জাহাজে সাড়ে সাত লাখ ব্যারেল অপরিশোধিত তেল রয়েছে।
অন্য কয়েকটি সূত্র জানিয়েছে, পাকিস্তান রাশিয়ার কাছ থেকে প্রতি ব্যারেল তেল ৫০ থেকে ৫২ ডলারে কিনবে যা জি-সেভেনভুক্ত দেশগুলোর বেধে দেয়া মূল্য সীমার চেয়ে কম। জি সেভেন রাশিয়ার তেলের মূল্য সীমা ৬০ ডলার বেঁধে দিয়েছে।
চলতি বছরের প্রথম দিকে রাশিয়া এবং পাকিস্তান তেল কেনার ব্যাপারে একটি চুক্তিতে পৌঁছায়। রাশিয়া থেকে কম দামে তেলের চালান পৌঁছালে তা অর্থনৈতিক সংকটে থাকা পাকিস্তানের জন্য বড় স্বস্তির কারণ হবে। সূত্র : পার্সটুডে।