আনুষ্ঠানিকভাবে ২০২৩ সালের ‘স্ট্যান্ডার্ড ম্যাপ’-এর সংস্করণ প্রকাশ করেছে চীন। আর সেই মানচিত্রে ভারতের অরুণাচল প্রদেশ ও আকসাই চীনকে চীনা ভূখণ্ড হিসেবে দেখানো হয়েছে।
২৮ আগস্ট প্রকাশিত ম্যাপে অরুণাচলকে দক্ষিণ তিব্বত বলে উল্লেখ করেছে চীন। এছাড়াও তাইওয়ান ও বিতর্কিত দক্ষিণ চীন সাগরও আছে চীনা ভূখণ্ডের তালিকায়।
সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ব্রিকস সম্মেলনের ফাঁকে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে বৈঠক করেছে।
ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কাওয়াত্রা জানিয়েছিলেন, শি জিনপিং ও মোদীর আলোচনায় দুই দেশের পশ্চিমাঞ্চলীয় অমিমাংসীত সীমানা নিয়েও আলোচনা হয়েছে।
আর চীনের প্রাকৃতিক সম্পদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রধান উই ওয়েনঝং জানিয়েছে, জরিপ, মানচিত্রকরণ ও ভৌগলিক তথ্য দেশের উন্নয়নে বড় ভূমিকা রাখে। দেশের লক্ষ্য অর্জনে সহায়তা করে। প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনায়ও এই ম্যাপ গুরুত্বপূর্ণ। এটা বাস্তুতন্ত্র গঠন ও সভ্যতা বিনির্মাণেও সহায়ক।