জনসংখ্যায় চীন ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের তকমা পেল ভারত। জাতিসংঘের একটি প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। সেখানে বলা হয়েছে, গত এক বছরে ভারতের জনসংখ্যা আরও ১.৫৬ শতাংশ বেড়েছে। বর্তমানে ভারতে ১৪২ কোটি ৮৬ লাখেরও কিছু বেশি মানুষ বসবাস করছেন।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, ২০২৩ সালের মাঝামাঝি ভারতের জনসংখ্যা চীনের থেকে ২৯ লাখ বেশি হয়ে যাবে।
উল্লেখ্য, ভারতের জন্মহার ২-এ নেমেছে। রিপোর্টে বলা হয়েছে, ভারতে পুরুষদের গড় আয়ু ৭১ ও নারীদের ৭৪। এই রিপোর্ট প্রসঙ্গে জাতিসংঘের আন্দ্রিয়া ওজনার বলেন, “বিশ্বের জনসংখ্যা যখন ৮০০ কোটিতে পৌঁছতে যাচ্ছে, সেখানে ভারতের ১৪২ কোটির জনসংখ্যাকে আমরা ১৪২ কোটি সুযোগ হিসেবে দেখছি। ভারতের গল্প একটি শক্তিশালী গল্প। এটি শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো, পরিচ্ছন্নতা ও প্রযুক্তিতে উন্নয়নের গল্প। বিশ্বের সর্বাধিক যুবশক্তি সম্পন্ন দেশ হিসেবে (১৫ থেকে ২৪ বছরের মধ্যে) ভারত তার ২৫ কোটির যুব সম্প্রদায়কে নানাভাবে ব্যবহার করতে পারে।” সূত্র: আল জাজিরা, ইন্ডিয়ান এক্সপ্রেস, ইন্ডিয়া টুডে