গুগলের এক সাবেক এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে আটক করেছে যুক্তরাষ্ট্র। তার বিরুদ্ধে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কিত গোপন তথ্য চীনকে দেয়ার অভিযোগ আনা হয়েছে। তিনি গোপনে দুইটি চীনা কোম্পানিতে কাজ করছিলেন বলেও দাবি করেছে মার্কিন কর্তৃপক্ষ।
লিনওয়েই ডিং নামের ওই চীনা নাগরিক লিওন ডিং নামেও পরিচিত। তার বিরুদ্ধে চারটি অভিযোগ এনে ক্যালিফোর্নিয়া থেকে গ্রেফতার করা হয়েছে।
মার্কিন কর্তৃপক্ষের দাবি, তিনি গুগলের সুপার কম্পিউটার তথ্য বেহাত করেছেন। যা মূলত কৃত্রিম বুদ্ধিমত্তার মডেলের হোস্ট ও প্রশিক্ষণে ব্যবহার করা হতো।
২০১৯ সালে ওই চীনা নাগরিককে নিয়োগ দিয়েছিলো গুগল।
সূত্র: বিবিসি