এশিয়ান গেমসে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক চীনকে রুখে দিয়েছে বাংলাদেশ। হ্যাংজুর শাওশান স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে চীনের সঙ্গে গোলশূন্য ড্র করেছে তারা।
কোনো জয় ছাড়াই এবারের এশিয়ান গেমসের মিশনের ইতি টানল বাংলাদেশ ফুটবল দল।
ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ১০৯ ধাপ এগিয়ে আছে চীন। ফলে চীনকে ড্র’তে সীমাবদ্ধ রাখাটাও বড় পাওয়াই বাংলাদেশের জন্য। চার দলের ‘এ’গ্রুপ থেকে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে সেরা হয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে স্বাগতিক চীন। সমান ম্যাচে ৪ পয়েন্ট পেয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে উঠেছে ভারত। তৃতীয় সেরা হওয়ার দৌড়ে রয়েছে মিয়ানমার।