হলিউড অভিনেতা ম্যাট্রিক্স তারকা কিয়ানু রিভসের চুরি যাওয়া তিনটি ঘড়ি উদ্ধার হয়েছে চিলি থেকে।
বছর খানেক আগে অভিনেতার লস অ্যাঞ্জেলেসের বাড়ি থেকে রোলেক্স ব্র্যান্ডের নয় হাজার ডলার দামের ঘড়িগুলো হাতিয়ে নিয়েছিল চোর।
সিএনএন ঘড়ি উদ্ধারের এই খবর জানিয়ে বলেছে, তিনটি ঘড়িই কিয়ানুর। ওগুলোর মধ্যে একটিতে কিয়ানুর নামের প্রথম অক্ষর লেখা আছে। আরও লেখা, ‘জন উইক ৪’; কিয়ানুর এই জন উইক সিরিজের সিনেমাগুলোও দারুণ নন্দিত হয়েছে।
যুক্তরাষ্ট্রের পুলিশের অভিযোগের ভিত্তিতে চিলির পুলিশ তদন্ত শুরু করেছিল। পুলিশ চিলির চারটি বাড়িতে অভিযান চালিয়ে অলংকার ও ঘড়ি উদ্ধার করে। এ ঘটনায় ২১ বছর বয়সী এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ।
২০১৪ সাল থেকে এখনও পর্যন্ত কিয়ানুর চারটি ‘জন উইক’ মুক্তি পেয়েছে। অ্যাকশনধর্মী এই সিরিজের অন্যতম আকর্ষণ কিয়ানুর উপস্থিতি।
সম্প্রতি সিনেমার পঞ্চম সিকুয়েল নিয়ে কিয়ানু বলেছিলেন, তিনি অভিনয়ে ইচ্ছুক। কিন্তু হয়ত শেষ পর্যন্ত তার শরীরে ধকল সইবে না।
আগামী বছর এই সিরিজের পঞ্চম পর্ব মুক্তি পাওয়ার কথা। সেখানে একটি ক্যামিও চরিত্রে পর্দায় আসছেন কিয়ানু।
১৯৮৬ সালে ‘ইয়াংব্লাড’ সিনেমা দিয়ে পর্দায় আত্মপ্রকাশ হয় কিয়ানুর। তবে আগে থেকেই নিয়মিত ছিলেন টেলিভিশনে। কানাডিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের (সিবিসি) কিশোর সংবাদদাতা ছিলেন তিনি।