মধ্য চিলির বায়োবায়ো অঞ্চলে ট্রেন ও মিনিবাসের ধাক্কায় ৭ জন নিহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
শুক্রবার রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে মিনিবাসের ১৪ আরোহীর সাত জনই প্রাণ হারায়।
ট্রেন পরিচালনাকারী রাষ্ট্রীয় কোম্পানি ইএফই সুর এক বিবৃতিতে বলেছে, ট্রেন ক্রসিংয়ের সময়ে ক্রসিং ব্যারিয়ার ঠিকমতোই কাজ করছিল।
কোম্পানিটি নিহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছে। একইসঙ্গে বলেছে, ট্রেন যাত্রী কেউ গুরুতর আহত হয়নি। -বাসস