চিলমারীতে ভাসমান তেল ডিপো স্থায়ী করার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি

0
চিলমারীতে ভাসমান তেল ডিপো স্থায়ী করার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি

কুড়িগ্রামের চিলমারীতে ভাসমান তেল ডিপো পুনরায় চালু ও স্থায়ী করার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দিনব্যাপী উপজেলা পরিষদ গেট সংলগ্ন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

রংপুর বিভাগ ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলে। এতে সর্বস্তরের সাধারণ মানুষের পাশাপাশি শ্রমিক সংগঠনের নেতারা অংশ নেন।

গণস্বাক্ষর কর্মসূচিতে উপস্থিত ছিলেন, রংপুর বিভাগ ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল হক, সহসভাপতি সাহেদ আলী, প্রচার সম্পাদক আজাদ মিয়া, কোষাধ্যক্ষ সুলতান মাহমুদ বাচ্চু, মমিনুল ইসলাম, উপদেষ্টা অধ্যাপক আবু হানিফা প্রমুখ।

আয়োজকেরা জানান, ১৯৮৯ সাল থেকে চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদের তীরে যমুনা ও মেঘনা নামে দুটি ভাসমান তেল ডিপো দীর্ঘদিন ধরে জ্বালানি তেল সরবরাহ করে আসছিল। এসব ডিপো থেকে স্থানীয় কৃষি, পরিবহন ও শিল্পখাতে জ্বালানির চাহিদা পূরণ হতো।

তবে নদীর নাব্যতা সংকটের কারণ দেখিয়ে গত ছয় বছর ধরে ডিপো দুটিতে তেল সরবরাহ বন্ধ রাখা হয়েছে। এতে আসন্ন বোরো মৌসুমে এলাকায় তীব্র জ্বালানি সংকট দেখা দেওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here