কুড়িগ্রামের চিলমারীতে শিক্ষিত বেকার যুব ও যুবমহিলাদের জন্য ২০ দিনব্যাপী ফ্রিল্যান্সিং এবং এক মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দিনব্যাপী প্রশিক্ষণ শেষে এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে উপজেলার ১৫ জন যুব ও ৬ জন যুবমহিলাকে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ এবং ৬০ জন যুবমহিলাকে সেলাই প্রশিক্ষণ প্রদান করা হয়।
আরডিআরএস বাংলাদেশ-এর সহায়তায় উপজেলা প্রশাসনের আয়োজনে শিক্ষিত ও দুঃস্থ পরিবারের যুব ও যুবমহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এ আয়বর্ধক প্রশিক্ষণের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার বিকেলে চিলমারী মহিলা ডিগ্রি কলেজে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক। শেষে অতিথিরা প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টির আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চিলমারী উপজেলা প্রকৌশলী জুলফিকার আলী, সহকারী প্রোগ্রামার জ্যোতির্ময় দেবনাথ, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রাজু আহমেদ, আরডিআরএস বাংলাদেশ-এর সমন্বয়কারী বিবেক বিশ্বাসসহ অন্যান্যরা।

