কুড়িগ্রামের চিলমারী উপজেলা চিলমারী ইউনিয়নের শাখাহাতীর চরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সহযোগিতায় দিনব্যাপি ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুরে এ ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো.হাবিবুর রহমান। এ সময় গবাদিপশুর রোগবালাই নিয়ে বক্তব্য রাখেন চিলমারী ভেটেনারি সার্জন মো. শাহীন আলম। এতে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বিএফএ আব্দুর রাজ্জাক, লালবানু, ভেকসিনেটর ফারুক আহমেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ক্যাম্পে উপস্থিত ১৭০ জন খামারির মাঝে বিনামূল্যে গবাদিপশুর ওষুধপত্র বিতরণ করা হয়। একই সাথে ৩০ জন খামারিকে বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষন শেষে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাখাহাতী গ্রামের রফিকুল ইসলামের গারলের খামার পরিদর্শন করেন এবং পরামর্শ প্রদান করেন।