চিরিরবন্দরে ট্রাক্টর চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু

0

রংপুর-দিনাজপুর মহাসড়কের চিরিরবন্দরে ট্রাক্টরের চাপায় পিষ্ট হয়ে রিয়ায়েদ হক ওরফে বাঁধন নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় তার ছোটভাই প্লাবন আহত হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের চিরিরবন্দর উপজেলার আলোকডিহি ইউনিয়নের মেসার্স স্মিতা ফিলিং স্টেশনের সামনে দুর্ঘটনা ঘটে।

নিহত রিয়ায়েদ হক ওরফে বাঁধন (৩৫) চিরিরবন্দর উপজেলার সাতনালা ইউনিয়নের জোত সাতনালা গ্রামের হকশাহপাড়ার মো. নাজমুল হক শাহ’র ছেলে।

স্থানীয়রা জানায়, বাঁধন তার ছোটভাই প্লাবনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে নীলফামারীর সৈয়দপুরে ইকু পেপারস মিলে যাচ্ছিলেন। পথে একটি ডাম্প ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা ছিটকে মহাসড়কে পড়ে যান। এ সময় একটি দ্রুতগামী বালুবাহী ট্রাক্টর বাঁধনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রাক্টর চালক ট্রাক্টরটি রেখে পালিয়ে যান।

দশমাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে এবং ঘাতক ট্রাক্টরটি জব্দ করা হলেও ট্রাক্টরচালক পলাতক রয়েছেন।

বিডিপ্রতিদিন/কবিরুল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here