চিরিরবন্দরে আইরিন হত্যার ঘটনায় যুবক আটক

0

দিনাজপুরের চিরিরবন্দরে প্রেমের সম্পর্কের জেরে স্বামী পরিত্যক্তা আইরিন আক্তার আলো (২০) নামে এক নারীকে হত্যা করে ড্রেনে ফেলে পালিয়ে যাওয়ার ঘটনায় মূল হত্যাকারী শাহাজুল ইসলাম তারিফ নামে এক যুবককে আটক করেছে পুলিশ। 

গত ১৭ অক্টোবর সন্ধ্যায় তথ্য প্রযুক্তির মাধ্যমে পঞ্চগড় জেলার বোদার ময়দানদিঘী এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। তাকে ১৮ অক্টোবর সন্ধ্যার পূর্বে আদালতে সোপর্দ করা হয়েছে।
আটককৃত শাহাজুল ইসলাম তারিফ পঞ্চগড় জেলার বোদার ঝলঝলি এলাকার মো.আনারুল ইসলামের ছেলে এবং হত্যার শিকার আইরিন আক্তার আলো চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউনিয়নের নদীরপাড় এলাকার মো. আলম হোসেনের মেয়ে। এ ঘটনায় নিহতের পিতা আলম হোসেন বাদী হয়ে চিরিরবন্দর থানায় হত্যা মামলা দায়ের করেন। 

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ বলেন, এটি একটি ক্লুলেস হত্যা ছিল। বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে আসামিকে শনাক্ত করে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে সে আক্রোশের বশে হত্যাটি ঘটিয়েছে বলে স্বীকার করেছে। তাকে গত ১৮ অক্টোবর সন্ধ্যার পূর্বে আদালতে সোপর্দ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here