চিরকুমারদের হাফ সেঞ্চুরি

0

জনপ্রিয় ধারাবাহিক ‘চিরকুমার’-এর ৫০তম পর্ব প্রচার হবে ৬ মার্চ সোমবার রাত ৯টা ৩০ মিনিটে। নির্মাতা তুহিন হোসেন জানান, ৫০তম পর্বে বিশেষ চমক থাকবে গল্পে।

গোলাম রাব্বানীর রচনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, সালাহউদ্দিন লাভলু, মারজুক রাসেল, শরাফ আহমেদ জীবন, নাইমা আলম মাহা, ফারিয়া শাহরিন, আরশ খান, এমিলা হক, তানিয়া বৃষ্টি, আহসান হাবীব নাসিম, বাপ্পি আশরাফ, অনিক, শহিদুল্লাহ সবুজ, শাহবাজ সানি, আফরোজা বেগম, পংকজ মজুমদারসহ অনেকে।

চিরকুমারদের জীবনের মজার মজার সব ঘটনা, ঘাত-প্রতিঘাতের গল্প নিয়ে এগিয়ে যাচ্ছে ধারাবাহিকটির গল্প। প্রতি সোম, মঙ্গল ও বুধবার রাত ৯টা ৩০ মিনিটে এনটিভিতে প্রচার হয় নাটকটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here