চিন্তাশীল নাগরিক ছাড়া সমাজ এগোতে পারে না : শিক্ষা উপদেষ্টা

0
চিন্তাশীল নাগরিক ছাড়া সমাজ এগোতে পারে না : শিক্ষা উপদেষ্টা

চিন্তাশীল নাগরিক ছাড়া সমাজ এগোতে পারে না বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে নবম নন-ফিকশন বইমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 

শিক্ষা উপদেষ্টা বলেছেন, বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব শুধু ডিগ্রি প্রদান করা নয়, সমাজকে ভাবতে শেখানোও তার দায়িত্ব। 

তিনি বলেন, একটি সমাজ তখনই শক্তিশালী হয়, যখন সে নিজেকে প্রশ্ন করতে পারে এবং এই প্রশ্ন করার সাহস তৈরি হয় জ্ঞানচর্চার মাধ্যমে।

অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা বলেন, আমরা এমন এক সময়ে বাস করছি যখন তথ্যের অভাব নেই, কিন্তু জ্ঞানের ঘাটতি রয়েছে। সেই ঘাটতি পূরণে নন-ফিকশন বইয়ের ভূমিকা অপরিসীম।

শিক্ষার্থীদের বই পড়ার প্রতি উৎসাহিত করে তিনি বলেন, নন-ফিকশন পড়ুন, প্রশ্ন করুন, তর্ক করুন ও ভাবুন। কারণ চিন্তাশীল নাগরিক ছাড়া কোনো সমাজ এগোতে পারে না।

বইমেলার তাৎপর্য তুলে ধরে অধ্যাপক আবরার বলেন, এই মেলা দেয়ালের ভেতরের জ্ঞানকে সাধারণ মানুষের কাছে নিয়ে এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময়ই চিন্তার কেন্দ্র এবং এই আয়োজন আমাদের মনে করিয়ে দেয়, সমাজকে আলোর পথ দেখানোই বিশ্ববিদ্যালয়ের কাজ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here