চিকিৎসা ব্যবস্থার ওপর মানুষ আস্থা হারাচ্ছেন : হানিফ

0

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ বলেছেন, সুন্নতে খৎনার সময় দুই শিশুর প্রাণহানির ঘটনাকে কেন্দ্র করে খৎনার বিষয়ে পরিবারগুলোর মধ্যে শঙ্কা তৈরি হয়েছে। চিকিৎসাসেবা প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন দুর্নীতির কারণে চিকিৎসা ব্যবস্থার ওপর মানুষ আস্থা হারাচ্ছেন।

রবিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, উন্নয়ন যথেষ্ট হয়েছে। এখন প্রয়োজন এই উন্নয়নকে ধরে রাখা। তবে সততা, নীতিনৈতিকতা ও মূল্যবোধের অবক্ষয় থেকে জাতি বের হতে না পারলে, উন্নয়ন ধরে রাখা কঠিন হয়ে দাঁড়াবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here