মেহেরপুরে গাংনীতে চিকিৎসক না হয়েও চিকিৎসা প্রদান করায় সুজন নামে একজনকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তার ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাংনী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম।
এরপর কথিত চিকিৎসক বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি। সেক্ষেত্রে মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন-২০১০ এর ২৯ এর ১ ধারা লঙ্ঘন করায় ২০ হাজার টাকা জরিমানা ও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আটক সুজন আলী মহাম্মদপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।