চালের সিন্ডিকেট ধরতে না পারায় ভাঙা যাচ্ছে না : কৃষি উপদেষ্টা

0

কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, চালের বাজারের সিন্ডিকেটকে ধরতে পারছি না, তাই ভাঙতেও পারছি না।

বুধবার বিকেলে রাজধানীর খামারবাড়িতে কৃষি বিপণন অধিদফতর ও কৃষি তথ্য সার্ভিস পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ কথা বলেন।

ফ্লাইটে বোমা আতঙ্কের প্রসঙ্গে জাহাঙ্গীর আলম বলেন, বিমানের ফ্লাইটে বোমা হামলার হুমকি নিয়ে যারা মিথ্যা সংবাদ ছড়িয়েছে, তাদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক পরিবর্তনের ইস্যুতে তিনি বলেন, মন ও মানসিকতা পরিবর্ত না হলে কিছুই হবে না। তই সর্বপ্রথম মন মানসিকতা পরিষ্কার করা অত্যন্ত জরুরি।

দেশে দুর্নীতির বিরুদ্ধে কাজ করার আহ্বান জানিয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here