সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহরে স্কুলে যাওয়ার গাড়িতে আটকা পড়ে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে এক বাংলাদেশি শিশু। তার বয়স সাত বছর। সোমবার এ ঘটনা ঘটে।
জানা গেছে, সোমবার সকালে অন্য শিশুদের সঙ্গে স্কুলে নেওয়ার জন্য বাসা থেকে ওই শিশুকেও গাড়িতে তোলেন নিয়মিত পরিবহন সেবাদানকারী লাইসেন্সবিহীন এক নারী চালক। গাড়িটি স্কুলে পৌঁছার পর অন্য শিশুরা নেমে পড়লেও ওই শিশু ভেতরেই থেকে যায়। আর কেউ ভেতরে আছে কি না তা যাচাই না করেই ওই চালক গাড়ির দরজা বন্ধ করে তার স্বামীর সঙ্গে ওই স্থান ত্যাগ করেন। এরপর বাসায় ফেরার সময় হলে ওই শিশুকে গাড়ির ভেতর অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে শিশুটিকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।