চার লাখ যথেষ্ট নয়, শামির কাছে ভরণপোষণ বাবদ ১০ লাখ দাবি হাসিনের

0
চার লাখ যথেষ্ট নয়, শামির কাছে ভরণপোষণ বাবদ ১০ লাখ দাবি হাসিনের

দীর্ঘ দিন ধরে ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ শামি ও তার স্ত্রী হাসিন জাহানের মধ্যে আইনি দ্বন্দ্ব চলছে। সেই লড়াই এবার নতুন মোড় নিয়েছে। কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী, বর্তমানে হাসিন জাহান ভরণপোষণ বাবদ প্রতি মাসে চার লাখ রুপি পান। তবে তিনি দাবি করেছেন, এই অর্থ তার ও মেয়ের জীবনযাপনের জন্য যথেষ্ট নয়। এ কারণে ভরণপোষণের অর্থ বাড়াতে তিনি ভারতের সুপ্রিম কোর্টে আবেদন করেছেন।

হাসিন জাহান দাবি করেছেন, শামির আয় ও জীবনযাত্রার সঙ্গে তুলনা করলে চার লাখ রুপি ভরণপোষণ ‘খুবই কম’। আগে তিনি প্রতি মাসে ১০ লাখ রুপি ভরণপোষণ চেয়েছিলেন, যার মধ্যে নিজের জন্য সাত লাখ ও মেয়ের জন্য ৩ লাখ রুপি রাখার প্রস্তাব ছিল। তার আবেদনে বলা হয়েছে, ২০২১-২২ অর্থবছরে শামির আয়কর বিবরণীতে সম্পদের পরিমাণ প্রায় ৪৮ কোটি রুপি উল্লেখ রয়েছে।

এছাড়াও শামির নামে রয়েছে একাধিক বিলাসবহুল গাড়ি—রেঞ্জ রোভার, জাগুয়ার, মার্সিডিজ এবং টয়োটা ফর্চুনার।

হাসিন জাহানের দাবি, “শামির আর্থিক অবস্থান ও তার বিলাসী জীবনযাত্রা বিবেচনা করলে, আমাদের মেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে মাসিক ভরণপোষণ বাড়ানো অত্যন্ত প্রয়োজন।”

উল্লেখ্য, হাসিন জাহান ও মোহাম্মদ শামি ২০১৪ সালের এপ্রিলে বিবাহবন্ধনে আবদ্ধ হন। পরবর্তীতে ব্যক্তিগত বিরোধ ও অভিযোগের কারণে তাদের সম্পর্কে ফাটল ধরে এবং আইনি লড়াই চলতে থাকে। সুপ্রিম কোর্ট বিষয়টি নিয়ে শামিকে নোটিশ পাঠিয়েছে। এখন পরবর্তী শুনানির দিকে তাকিয়ে আছে উভয় পক্ষ। সূত্র: এনডিটিভি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here