চার বছর পর মামলা থেকে অব্যাহতি পেলেন সালমান খান

0

চার বছর সাংবাদিকের দায়ের করা মামলা থেকে অব্যাহতি পেলেন বলিউড অভিনেতা সালমান খান ও তার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নওয়াজ শেখ। 

বৃহস্পতিবার বম্বে হাইকোর্টের বিচারপতি ভারতী ডাংগ্রের একক বেঞ্চ এ মামলা খারিজ করে দেন। 

গত এপ্রিলে মামলাটি হাইকোর্টে ওঠে। তারপর থেকে দফায় দফায় শুনানি চলে। বিচারপতি ভারতী ডাংগ্রের একক বেঞ্চে মামলার শুনানি চলে। এবার সেই মামলার রায় হল।

এ মামলার রায়ে বলা হয়েছে, অভিনেতা বা আইনজীবী, বিচারপতি বা অন্য কেউ— প্রত্যেকের ব্যক্তিগত জীবন রয়েছে। ম্যাজিস্ট্রেট আদালত থেকে যে ভিত্তিতে ফৌজদারি কার্যবিধি শুরু করার নির্দেশ দেওয়া হয়েছিল, সেখানে বেশ কয়েকটি পদ্ধতি ঠিকভাবে অনুসরণ করা হয়নি। তার মধ্যে পুলিশি তদন্ত রয়েছে। পুলিশি তদন্ত ছাড়াই বয়ানের ভিত্তিতে আইপিসির ৫০৪ ও ৫০৬ ধারায় সালমান ও তার নিরাপত্তারক্ষীকে অভিযুক্ত করা হয়। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here