চার বছর পর বড় পর্দায় কায়েস আরজু

0

চার বছর পর বড় পর্দায় আসছেন চিত্রনায়ক কায়েস আরজু। আসছে শুক্রবার (২৬ জানুয়ারি) মুক্তি পাচ্ছে এই নায়কের নতুন ছবি ‘রুখে দাঁড়াও’। সোশ্যাল সেন্টিমেন্টের সাথে প্রেম ও সংঘাতের অনবদ্য গল্পে এগিয়েছে সিনেমাটির কাহিনী। 

মোহনা মুভিজের ব্যানারে নির্মিত ও দেবাশীষ সরকারের কাহিনী সংলাপ, চিত্রনাট্য ও গীত রচনায় ছবিটি পরিচালনা করেছেন সুকুমার চন্দ্র দাশ। ছবিতে আরো অভিনয় করেছেন তানহা তাসনিয়া, আঁখি চৌধুরী, কাজী হায়াৎ, আশিক, নাদের চৌধুরী, সুব্রত ও গাংগুয়া প্রমুখ।

বর্তমানে মুক্তির প্রতীক্ষায় রয়েছে ইফতেখার চৌধুরীর ‘মুক্তি’, মেহেদী হাসানের ‘আগুনে পোড়া কান্না’ ও মির্জা সাখাওয়াত হোসেনের ‘অপুর বসন্ত’সহ প্রায় আটটি চলচ্চিত্র। আর আগামী মাস থেকে আরও দুইটি সিনেমার শুটিং শুরু করার কথা রয়েছে বলেও জানান চিত্রনায়ক কায়েস আরজু। উল্লেখ্য, সর্বশেষ ২০১৯ সালে ‘তুমি আছো হৃদয়ে’খ্যাত আরজুর ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবিটি মুক্তি পায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here