সাধারণ নির্বাচনের তিন সপ্তাহেরও কম সময় বাকি থাকতে, পিএমএল-এন প্রধান নওয়াজ শরীফ বৃহস্পতিবার অবশেষে তার দলের নির্বাচনী সমাবেশে উপস্থিত হলেন। সমাবেশে বক্তৃতায় তিনি বলেন, তার মিশন হচ্ছে পাকিস্তানকে ‘আবার নিজের পায়ে দাঁড়া করানো’।
চলতি সপ্তাহের শুরুতে ওকারায় মরিয়মের নেতৃত্বে বহুল প্রতীক্ষিত নির্বাচনী প্রচারণা শুরু করে পিএমএল-এন। কিন্তু নওয়াজ শরিফ অংশ না নেওয়ায় পাকিস্তান পিপলস পার্টি সমালোচনা শুরু করে।
হেলিকপ্টারে করে অনুষ্ঠানস্থলে পৌঁছান নওয়াজ শরিফ। স্মৃতিচারণ করে তিনি বলেন, ২০১৮ সালে যখন তাকে ক্ষমতাচ্যুত করা হয়, তখন পাকিস্তানের জনগণ তাদের প্রতিনিধি হারিয়েছিল। তিনি বলেন, আমাকে অপসারণ না করলে হাফিজাবাদের একজন মানুষও বেকার থাকতেন না।