চার বছর পরে আইপিএলে শতরান কোহলির

0

আইপিএলে চার বছর পরে শতরান করলেন বিরাট কোহলি। তার শতরানে ভর করে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে প্লে-অফের লড়াইয়ে টিকে রইল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

বৃহস্পতিবার শুরু থেকেই হায়দরাবাদের বোলারদের ওপর চড়াও হন কোহলি। ভারতীয় এই ব্যাটসম্যান অবশ্য আউট হয়ে ফেরেন সেঞ্চুরি পাওয়ার পরের বলেই। ৬৩ বলে ১০০ রানের ইনিংসে মেরেছেন ১২টি চার ও ৪টি ছয়।

আজকের সেঞ্চুরিতে একটি রেকর্ডও গড়েছেন কোহলি। আইপিএলে বেঙ্গালুরুর হয়ে এটি তার ষষ্ঠ সেঞ্চুরি। আইপিএলে নির্দিষ্ট কোনো একটি দলের হয়ে কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডে ক্রিস গেইল ও জস বাটলারকে পেছনে ফেলেছেন তিনি। এর আগে গেইল বেঙ্গালুরুর আর বাটলার রাজস্থান রয়্যালসের হয়ে করেছেন পাঁচটি করে সেঞ্চুরি।

উল্লেখ্য, এদিন প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৮৬ রানের বড় সংগ্রহ পায় হায়দরাবাদ। জবাব দিতে নেমে কোহলির সেঞ্চুরি আর ডু প্লেসির ফিফটিতে ৪ বল আগে জয় পায় বেঙ্গালুরু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here