ডোপ-বিরোধী বিধি ভাঙার দায়ে বড় শাস্তি পেয়েছেন ফ্রান্সের ফুটবলার পল পগবা। চার বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে খেলা এই ফরাসি মিডফিল্ডার।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) ৩০ বছর বয়সী পগবাকে নিষেধাজ্ঞা দিয়েছে ইতালির জাতীয় ডোপিং-বিরোধী ট্রাইব্যুনাল। ডোপিং-বিরোধী প্রসিকিউটর অফিস সর্বোচ্চ চার বছরের নিষেধাজ্ঞার অনুরোধ করেছিল। তবে এই নিষেধাজ্ঞা বিরুদ্ধে পগবা আপিল করবেন বলে জানিয়েছে বিবিসি।
উল্লেখ্য, ম্যানচেস্টার ইউনাইটেডে ছেড়ে ২০২২ সালে ফ্রি ট্রান্সফারে জুভেন্টাসে ফেরেন পগবা। তারপর থেকে একের পর এক চোটে খুব বেশি ম্যাচ খেলতে পারেনি ফ্রান্সের ২০১৮ বিশ্বকাপ জয়ী এই ফুটবলার। আর এবার খেলেন বড় ধাক্কা।