চার ঘণ্টা বিরতি কোনো সমাধান নয়: বিশ্লেষক

0

 হোয়াইট হাউস ঘোষণা দিয়েছে, ইসরায়েল গাজায় প্রতিদিন চার ঘণ্টার জন্য লড়াই স্থগিত করতে সম্মত হয়েছে। কিন্তু বিশ্লেষণ বলছে, ‘চার ঘণ্টার বিরতি কোনো সমাধান নয়। প্রয়োজন স্থায়ী যুদ্ধবিরতি।’ 

রাটগার্স ইউনিভার্সিটির মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ আবদেল হামিদ সিয়াম আল জাজিরাকে বলেন, বেসামরিক নাগরিকদের দক্ষিণাঞ্চল থেকে পালিয়ে যাওয়ার অনুমতি দিতে ইসরায়েল চার ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে হোয়াইট হাউজ ঘোষণা দিয়েছে। এটা গাজার প্রয়োজনের তুলনায় খুবই কম।

এই বিশ্লেষক বলেন, গাজার মানুষকে উত্তর থেকে দক্ষিণে যাওয়ার অনুমতি দেওয়ার জন্য যদি এই বিরতি হয়; তবে অতীতে এ ধরনের বিরতি কাজ করেনি, ভবিষ্যতেও কাজ করবে না। চার ঘণ্টার মধ্যে মানুষ আসতে পারছে না। তাদের গাড়ি নেই, জ্বালানি নেই। এটা কাজ করবে না। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here