সারা দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ রবিবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে। দুপুর ১২টা পর্যন্ত চার ঘণ্টায় সারা দেশে ভোট পড়েছে ১৮.৫০ শতাংশ। তিনটি কেন্দ্রের ভোটগ্রহণ বাতিল করা হয়েছে। কেন্দ্র তিনটি হলো-নরসিংদীতে একটি ও নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার দুটি কেন্দ্র।
ইসি সচিব জাহাঙ্গীর আলম দুপুর একটায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন। পরর্বতী আপডেট জানানো হবে বিকেল সাড়ে তিনটায়।
তিনি আরও জানান, দুই-একটি কেন্দ্রে ভোটগ্রহণ সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। কয়েক ঘণ্টা পর সেগুলো আবার চালু করা হয়েছে।
বিভাগভিত্তিক ভোট পড়ার হার
ঢাকা-১৭ শতাংশ, চট্টগ্রাম-২০ শতাংশ, সিলেট-১৮ শতাংশ, বরিশাল-২২ শতাংশ, খুলনা-২১ শতাংশ, রাজশাহী-১৭ শতাংশ, ময়মনসিংহ-২০ শতাংশ, রংপুর-১৬ শতাংশ।